মাথাভাঙ্গা মনিটর: তিন দিন আগে একবার আঘাত হানার পর আবারও নতুন করে শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় নাথান। শুক্রবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছিল নাথান। কিন্তু পূর্বাঞ্চল অতিক্রম করে উত্তরাঞ্চলের পথে আবার সাগর পড়লে ফের শক্তিশালী হয়ে ওঠে ঘূর্ণিঝড়টি। সোমবার আবহাওয়াবিদরা উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপের ৪০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকেও গুলবার্ন নামের এ দ্বীপটিতে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দ্বীপবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। নর্দান টেরিটরি পুলিশের আঞ্চলিক নিয়ন্ত্রক দফতরের কমান্ডার ব্রুস পোর্টার বলেছেন, লোকজনকে জোরপূর্বক সরিয়ে দেয়ার ক্ষমতা পুলিশের আছে। অবশ্য এলাকার বাসিন্দারা সরে যাওয়ার বিষয়ে পুলিশকে সহায়তা করছে।