শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নাশকতা মামলায় ১ নং ত্রিবেনী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সবিরুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাশেম খানের নেতৃত্বে এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বসন্তপুর থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সবিরুল ছোট বোয়ালিয়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাশেম খান জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সবিরুলের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি নাশকতা মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।