মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ নিয়ে চিন্তায় আছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তবে মহাগুরুত্বপূর্ণ ক্লাসিকোর আগে নিজ দলের ফরোয়ার্ডদের ওপরও আস্থা আছে বলে জানান তিনি। বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে লিগের দ্বিতীয় পর্বের ক্লাসিকো। এ ম্যাচ সামনে রেখে এনরিকে বলেন ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো তারকা আছে রিয়ালের আক্রমণভাগে।
রিয়াল আক্রমণভাগের যে কেউই ম্যাচের ভাগ্য গড়ে দিতে সমর্থ এবং তারা সবাই বিশ্বমানের। লা লিগার তালিকায় ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর শুরুর ছন্দ হারিয়ে ফেলা রিয়াল এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফুটবল পণ্ডিতদের অনেকে মনে করেন, এবারের ক্লাসিকো লা লিগার চলতি মরসুমের শিরোপা নির্ধারক হয়ে উঠতে পারে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে হলে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের জ্বলে উঠতে হবে। তবে নিজের আক্রমণভাগের ওপর আস্থা থাকলেও বার্সেলোনা কোচ জানান, রিয়ালকে হারাতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে। ক্লাসিকোর গুরুত্ব ও উত্তেজনা এনরিকের অজানা নয়। খেলোয়াড় হিসেবে এ অভিজ্ঞতা আগেও অর্জনের সুযোগ হয়েছে তার। কোচ হিসেবে কাম্প নউতে আরেকটি ক্লাসিকোর আগে খেলোয়াড়ী জীবনের কথাও বেশ স্মরণ করছেন এনরিকে।