গাংনী প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার রাতে মেহেরপুর গাংনীর চাঁদপুর গ্রামে গরম পানি ঢেলে বড় ভাই আকিবুল ইসলাম ওরফে কুড়ুনকে (৪৫) ঝলসে দিলো ছোট ভাই আজিজুল। মুমূর্ষু অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা মৃত আমান আলীর ছেলে।
আকিবুল ইসলাম কুড়ুন জানান, ৫ কাঠা জমি নিয়ে ছোট ভাই আজিজুলের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। গত শনিবার রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আজিজুল চায়ের কেটলির গরম পানি ঢেলে দেয় তার শরীরে। মূহূর্তে তার সমস্ত শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় গরম পানিতে ছোট ভাই আজিজুলও ঝলসে যান। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান, রোগীর শরীরের সমস্ত জায়গা ফোসকা পড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বার্ন ইউনিট না থাকায় সমস্যা দেখা দেয়ায় তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তার উন্নত চিকিৎসা জরুরি।