আগামীকাল শুরু হবে প্রতিযাগিতা
ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলগেট থেকে সকাল সাড়ে ৬টায় ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর ঘুরে কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের চত্বরে এসে।
প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ জানান, প্রতিযোগীদের অবশ্যই সকাল ৬টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রতিযাগিতার উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় ১ থেকে ৬ষ্ঠ স্থান অধিকারীগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ, দামুড়হুদা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশদেরকে দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক নিরাপদ রাখার আহবান জানানো হয়েছে।