মাথাভাঙ্গা মনিটর: ভারতের মেরুত শহরে ৪০ জনেরও বেশি মুসলিম নাগরিককে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলো ১৬ পুলিশ সদস্য। নয়াদিল্লির একটি আদালত গত শনিবার ওই পুলিশ সদস্যদের মুক্তি দিয়ে রায় দিয়েছে বলে একটি খবরে বলা হয়েছে। জানা গেছে, মেরুত শহরে ১৯৮৭ সালে দাঙ্গাকালীন একটি মসজিদ থেকে ৪০ জনেরও বেশি মুসলমান নাগরিককে উঠিয়ে নিয়ে তাদেরকে হত্যা করে একটি খালে ফেলে দেয় পুলিশ। ওই ঘটনায় ১৯৯৬ সালে ১৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আগ্রাসন, হত্যা ও গোপন পরিকল্পনার অভিযোগে চার্জশিট নথিভুক্ত করা হয়। প্রসিকিউশনের আইনজীবী সতিশ তামতা বলেন, ওই ঘটনায় ১৬ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। আদালত তাদের বেনিফিট অব ডাউটের সুবিধা দিয়েছে। আদালত বলেছে, অভিযুক্তদের পরিচয় নিশ্চিতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অভাব রয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি-না এ ব্যাপারে কিছু বলেননি তিনি। বিচার চলাকালীন তিন পুলিশ সদস্য মারা যায়। বাকি অভিযুক্তরা জামিনে রয়েছে।