মাথাভাঙ্গা মনিটর: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। এ অ্যাপের নাম রাখা হয়েছে ফোন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ গত শুক্রবার এ তথ্য দিয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই কেবল ফোন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। যিনি আপনাকে কল করবেন, কল বাজার সময় ফোনের মনিটরে তার সব তথ্যই ভেসে উঠবে। তবে যার কল ব্লক করা হবে, তিনি এ অ্যাপে কল করতে পারবেন না। কেননা এ অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে কল ব্লক করার ফিচার যুক্ত রয়েছে। প্রযুক্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম ভেনচারবিটের কাছে নতুন এ ফোনের কথা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে মার্ক জাকারবার্গের কোম্পানি বলেছে, আমরা সব সময়ই কিছু না কিছু পরীক্ষা করে থাকি। ঠিক এ মুহূর্তে ঘোষণা দেয়ার কিছু নেই। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন ব্যবহারকারী এরই মধ্যে নতুন ফোন অ্যাপ ব্যবহার করার জন্য নোটিফিকেশন পেয়েছেন। অ্যাপটির বর্ণনা হিসেবে লেখা রয়েছে, এটি নতুন একটি অ্যাপ যা কলারের তথ্য দেখাবে এবং যার কল ব্লক করে রাখা হবে সে এ অ্যাপে কল দিতে পারবেন না। অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালার অ্যাপের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যাবে।