স্টাফ রিপোর্টার: নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত ছেলে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলার সদর থানার পুরাতন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবককে আটক করতে গিয়ে পুলিশের এসআইসহ ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঞ্জুরুল হাসান শান্ত (৩৫) নামে ওই যুবক তার মা রীনা পারভীন (৬০) ও বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে (৬৮) এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এ সময় সদর থানার এসআই আরিফ ও এনামুল হক এবং থানার গাড়িচালক মাহবুবের স্ত্রী নাসিমা বেগম থামাতে গেলে ক্রদ্ধ শান্ত তাদেরকেও কুপিয়ে জখম করেন। নেশার টাকা না পেয়েই শান্ত এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ এসে শান্তকে গ্রেফতার করে।