দেশে ফেরা হলো না ভারতীয় নাগরিক আবুলের

দর্শনা অফিস: টানা ২৩ মাস জেলহাজতে থেকে শেষ পর্যন্ত নিজের দেশে ফিরতে পারেননি ভারতীয় নাগরিক আবুল। নিজ দেশীয় পুলিশ আইনি জটিলতা দেখিয়ে তাকে গ্রহণ করেনি। তাকে বিষন্ন মনে ফিরতে হলো কুষ্টিয়া পুলিশের হেফাজতে।

জানা গেছে, ভারতের মালদা জেলার গাজল থানার পান্ডোয়া গ্রামের আরজু আনসারির ছেলে আবুল আনসারি বছর দুয়েক আগে ভারতের জলাঞ্জি ঘোষপাড়া সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। ওই সময় কুষ্টিয়া চিলমারীচর এলাকা থেকে বিজিবি আবুলকে আটক করে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে কুষ্টিয়া আদালতে দেড় বছরের কারাদণ্ড হয় আবুলের। আইনি জটিলতার কারণে প্রায় ২৩ মাস কুষ্টিয়া কারাগারে থাকতে হয় তাকে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথে বৈঠকের মাধ্যমে আবুলকে ফেরত দেয়ার কথা ছিলো। যথাসময়ে কুষ্টিয়া পুলিশ আবুলকে নিয়ে হাজির হয় জয়নগর সীমান্তে। দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান জানান, ভারতীয় পুলিশ আইনি জটিলতা দেখিয়ে আবুলকে গ্রহণ করেনি। ফলে সীমান্তের বৈঠকে উপস্থিত হয়নি ভারতীয় পুলিশ।