দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে তামাকঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত ১টার দিকে তামাকচাষী ইউনুচ আলীর তামাকঘরে আগুন লেগে যায়। এতে পাশাপাশি থাকা দুটি ঘর ভস্মীভূত হয়। মৃত মোহাম্মদ আলীর ছেলে ইউনুচ আলী নিজেই তামাকঘরে জ্বাল করছিলেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষক ইউনুচ আলী।