দর্শনা অফিস: দর্শনা পরাণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে সর্বস্বান্ত হতদরিদ্র সেলিমের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর শহরের পরাণপুর মাঝপাড়ার আলী আহম্মদের ছেলে ভ্যানচালক সেলিমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই বসতঘরসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়।