তিন তারকার ‘আজ শুভদিন’

স্টাফ রিপোর্টার: মোশাররফ করিম, তাহসান ও লাক্স তারকা ফারিয়া শাহরিনকে নিয়ে নির্মিত হয়েছে নাটক আজ শুভ দিন। এবারই প্রথম তারা এক ফ্রেমে বন্দি হলেন। ইফফাত জাহানের রোমান্টিক হাস্যরস সমৃদ্ধ গল্প ভাবনা থেকে এর নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ আবু রাজিন। পরিচালনা করছেন জীবন শাহাদাৎ। পরিচালক জানান, এতে শামীম নামে এক দোকানদারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এর গল্পটি বেশ মজার, যা অনেকের ভালো লাগবে। তাহসান বলেন, এবার স্বনামে এবং কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করলাম। বাস্তব আর কল্পনার মিশেলে নাটকটি খানিকটা ভিন্ন মাত্রা পেয়েছে। ফারিয়াও একমত পোষণ করে বলেন, মোশাররফ করিম ও তাহসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। গঁৎ বাধা গল্পের বাইরের নাটকে তাদের সহশিল্পী হতে পেরে আমি আনন্দিত। আশা করছি, নাটকটি সবার মন ছুঁয়ে যাবে। ১৮ ও ১৯ মার্চ ঢাকার আজিমপুরে নাটকটির দৃশ্যধারণ হয় বলে জানায় নির্মাতাসূত্র। এতে আরও অভিনয় করছেন তমাল, গোলাম সারওয়ার প্রমুখ। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।