ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। গতকাল রোববার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপির সমর্থকরা অংশ নেন। মিছিল শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ারদার, যুগ্ম সম্পাদক আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, কনক কান্তি দাস, সামাদুল ইসলাম, শিকদার মোশাররফ হোসেন সোনা, সুবীর কুমার সমার্দ্দার, ইসমাইল হোসেন, আবদুল মালেক, শফিকুল ইসলাম শিমুল ও শাকিল আহমেদ।