চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

টেকসই উন্নয়নে পানির ভমিকা

 

স্টাফ রিপোর্টার: ‘টেকসই উন্নয়নে পানির ভূমিকা, স্থানীয় প্রেক্ষিত’ শীর্ষক সিম্পোজিয়াম বিশ্ব পানি দিবস চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে পালিত হয়েছে। চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার ২০৪টি গ্রাম আর্সেনিকে আক্রান্ত বলে সিম্পোজিয়ামে উল্লেখ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পেজিয়ামে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বক্তব্য রাখেন- যশোর এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক ইনচার্জ মনিরুল ইসলাম ও রিসোর জাহিদুল ইসলাম। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দারুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, নিরাপদ পানির সমস্যা কোনো নির্দিষ্ট ইউনিয়নের নয়, নিরাপদ পানির সমস্যা সমগ্র চুয়াডাঙ্গা জেলার। আর্সেনিকের জন্য মানুষের রোগবালাই দেখা দিয়েছে। এক তৃতীয়াংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছে। সরকারি পর্যায়ে ও দাতা সংস্থাসমূহ অর্থ সহযোগিতা করছে তাহলে লাভ হচ্ছে কি? এক হাজার টিউবয়েল না বসিয়ে ১টি ডিপ টিউবয়েল স্থাপন করুন। ফসলে কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে। কেউ যেন পানি দূষিত করতে না পারে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে নিরাপদ পানির অপর নাম জীবন।

বিশ্বপানি দিবসে বক্তার আরো বলেন, চুয়াডাঙ্গা জেলার ৫১৪টি গ্রামের মধ্যে ২০৪টি গ্রামের নলকূপ আর্সেনিক আক্রান্ত। এর মধ্যে ২৯টি গ্রামে নলকুপে আর্সেনিকের মাত্রা ৮০ ভাগের বেশি এবং ১৭৫টি গ্রামে ৫০ ভাগের বেশি নলকূপে আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিকের আক্রান্তের হার শতকরা ৪০ ভাগ। আর্সেনিক রোগীর সংখ্যা ৬০৫ জন। আর্সেনিকে আক্রান্ত হয়ে ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত জেলায় ৪৭ জন মানুষ মারা গেছে। এর মধ্যে বড়দুধপাতিলা গ্রামেই মারা গেছে ২৫ জন মানুষ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিশ্ব পানি দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে গতকাল রোববার ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের রুরাল ওয়াশ আর্সেনিক মিউটিগেশন প্রজেক্টের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৱ্যালি শেষে আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নিরাপদ পানির ওপর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুদ্দীন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনোয়ার হোসেন ও শাহীন পারভেজ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব পানি দিবস উপলক্ষে কারিতাস খুলনা অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ কর্তৃক বাস্তবায়িত সিএম ওয়াশ প্রকল্পের উদ্যোগে মুজিবনগরে ৱ্যালি শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে ৱ্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আর্সেনিক মিউটিগেশন কমিটির সভাপতি আফজেল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন শিক্ষা অফিসার আপিল উদ্দীন, সমাজসেবা অফিসার তোফিকুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন জুনিয়র প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।