ইসলামের সেবায় বঙ্গবন্ধুর অবদান এ জাতি ভুলবে না
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ৱ্যালি আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে উপপরিচালক এবিএম রবিউল ইসলামের নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর সকাল পৌনে ১০টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আলোচনাসভা, ৱ্যালি ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা জামে মসজিদ থেকে ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামে মসজিদে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত, দেশ-জাতির সমৃদ্ধি, ইসলামিক ফাউন্ডেশনের কলেবর বৃদ্ধি ও দীর্ঘস্থায়ীত্ব কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলমডাঙ্গা ফিল্ড অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের সেবায় বঙ্গবন্ধুর অবদান এ জাতি ভুলবে না। তিনি ১৯৭৫ সালে ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি ইসলাম প্রচার ও প্রসারে ব্যাপক অবদান রেখে আসছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ফারুক হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ ওমর ফারুক, আ. সালাম, হাসিবুল, জামাল উদ্দিন, আল আমিন, হাজি আবুল বাসারসহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার ৱ্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা ইমাম সমিতির সভাপতি দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাজি শফিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জামাল উদ্দিন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মডেল কেয়ারটেকার মাও. আসাদুজ্জামান।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা হলরুমে জীবননগর ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের গাংনী কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের গাংনী ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজি মহসিন আলী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রফিকুল, কেয়ারটেকার আনছারুল হক, সাধারণ কেয়ারটেকার মফিজুর রহমান, আব্দুল মোমিন ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশনের আয়াজনে উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আলোচনাসভায় মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. আহসানুজ্জামান মিলন। পরিচালনা করেন মডেল কেয়ারটেকার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।