চুয়াডাঙ্গায় পিভিসি ও আইপিভি টিকা সংযোজন অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শিশুদের নিউমোকক্কাল নিউমোনিয়া প্রতিরোধ ও দেশে পোলিও মুক্ত অবস্থা বজায় রাখার লক্ষ্যে ইপিআই কর্মসূচিতে পিভিসি ও আইপিভি সংযোজনে অ্যাভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মেজবাউল হক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার একেএম মামুন উজ্জামান, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হামিদুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক মাসুম। কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবু দাউদ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিরুল ইসলাম। বক্তারা বলেন, পোলিও নির্মূল অবস্থা বজায় রাখতে শিশুর ১৪ সপ্তা বয়সে আইভিপি ১ ডোজ টিকা, ওভিপি টিকার ৩য় ডোজের সাথে নিতে হবে। ইপিআই টিকাদান কর্যক্রমে পিভিসি এবং আইপিভি টিকা সংযোজনের ফলে এখন থেকে শিশুদের আর মুখে টিকা খাওয়ানোর বদলে ইনজেকশন পুশ করা হবে। এটা অধিকতর নিরাপদ ও কার্যকর বলে সভায় জানানো হয়।