কোটচাঁদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পশুহাসপাতালের সামনে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে নাজমুল হাসান (২৮) নামে এক যুবক মোটরসাইকেলযোগে জীবননগর যাচ্ছিলেন। কোটচাঁদপুর পশু হাসপাতালের সামনে বিপরীতমুখি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নাজমুল ট্রাকের নিচে চাপা পড়ে। ফলে সে গুরুতর আহত হয়। তাকে উপস্থিত জনতা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি পালিয়ে যায়। নিহত নাজমুল হাসান যশোরের মনিরামপুর উপজেলার ষোলখাদা গ্রামের আবুল কাশেমের ছেলে।