আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে বণ্ডবিলের অদূরে করিমন-ইজিবাইক সংঘর্ষে একজনকে মারধরের অভিযোগ উঠেছে করিমনচালক দবিরের বিরুদ্ধে। গতকাল রোববার সকালে দবির হারদী থেকে পান নিয়ে মুন্সিগঞ্জ পানহাটে যাচ্ছিলো। এ সময় তার পেছনে ঝন্টু ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় দবির সিগনাল না দিয়ে যাত্রী তুলতে গেলে ইজিবাইকটি দবিরের করিমনের পেছনে লাগে। এ ঘটনায় ঝন্টুকে মারধর করে দবির। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দবিরসহ কয়েকজন ঝন্টুকে মারধর করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ দবিরকে আটক করে এবং ঝন্টুকে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।