৭০ জনের গলা কেটে হত্যার পর পালালো বোকো হারাম জঙ্গি

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার দামাসাক টাউন ছেড়ে পালানোর আগে অন্ততপক্ষে ৭০ জনকে হত্যা করে একটি সেতুর নিচে ফেলে রেখে গেছে বোকো হারাম জঙ্গিরা। এদের মধ্যে একজনের শিরশ্ছেদ করা ছিলো।  গত শনিবার শহরটি বোকো হারামের দখলমুক্ত করে নাইজার ও চাদের সেনাবাহিনী। ২০১৪ সালের নভেম্বরে শহরটি দখল করে নিয়েছিলো জঙ্গিগোষ্ঠীটি। শহরটি থেকে বের হওয়ার একটি প্রধান সড়কের কংক্রিট সেতুর নিচে লাশগুলো ফেলে রাখা হয়েছিলো। জায়গাটি বোকো হারামের মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান ছিলো বলে ধারণা করা হচ্ছে। মরুভূমির মতো শুষ্ক বাতাসের কারণে লাশগুলো আংশিকভাবে মমি হয়ে গিয়েছিলো। লাশগুলোকে ঘিরে গজিয়ে ওঠা ঘাসের কারণে খুনগুলো বেশ কিছুদিন আগে করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছিলো। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় বোকো হারাম। এ লক্ষ্যে  ছয় বছর ধরে চলা বিদ্রোহী লড়াইয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠীটি। এ গোষ্ঠীকে নির্মূল করতে নাইজেরিয়া, নাইজার, চাদ ও ক্যামেরুনের সেনাবাহিনী মিলে আফ্রিকান ইউনিয়নের তত্ত্বাবধানে যৌথ অভিযানে নেমেছে।