মেহেরপুর অফিস: বাংলাদেশের শপথ ভূমি মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের ইতিহাস ও এর জাতীয় গুরুত্ব তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে মেহেরপুর জেলার টিভি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।
তিনি আরো বলেন, মুজিবনগর তথা প্রথম রাজধানীর একটি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। এগুলো তুলে ধরতে পারলে দেশি-বিদেশি পর্যটরা আকৃষ্ট হবেন। তাদেরকে নির্মল পরিবেশ উপহার দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে। তাই জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে মুজিবনগরকেই এগিয়ে নিতে হবে। মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও চলমান উন্নয়ন কাজ নিয়েও কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, ইটিভি প্রতিনিধি ফারুক হোসেন, এসএ টিভি প্রতিনিধি ফজলুল হক, বিজয় টিভি প্রতিনিধি রেজা আহম্মেদ, একাত্তর টিভি প্রতিনিধি আসিফ ইকবাল, মোহনা টিভি প্রতিনিধি আবু আক্তার, এনটিভি প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস, এশিয়ান টিভি প্রতিনিধি জাহিদুর রহমান ও মাছরাঙা টিভি প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত।
মেহেরপুরে সাংবাদিকদের সাথে এমপি ফরহাদ হোসেনের মতবিনিময়
