মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ মার্চ মঙ্গলবার সকাল ৬টায় দর্শনা রেলগেট থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ম্যারাথন দৌঁড়। ২৫ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ আলোকসজ্জা করা হবে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। একই সাথে সকল সরকারি-বেসরকারি, আধাসরকারি, ভবনসমূহে সঠিক মাপ ও রঙের জাতীয় পাতাকা উত্তোলন করা হবে। বাস্তবায়নে স্ব স্ব বিভাগীয় প্রধান ও বেসকারি ভবনের মালিকগণ। চুয়াডাঙ্গা পৌর সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সাজানোর জন্য চুয়াডাঙ্গা পৌরসভাকে জানানো হয়েছে। সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কর্তৃক চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটস, শিশু পরিবার নিবাসী ছাত্রছাত্রী, মুকুলফৌজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাবের সমাবেশ ও কুঁচকাওয়াজ পরিদর্শন। সকাল ১০টায় জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের মুক্তিযোদ্ধাভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। সকাল সোয়া ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। সাড়ে ১১টায় নান্টুরাজ সিনেমা হলে ছেলেদের ও পান্না সিনেমা হলে মেয়েদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী হবে। দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার, শিশু সদন ও অন্ধ স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন। বাদ জোহর সকল মসজিদের জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সুবিধামতো সময়ে মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। বেলা ৩টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা আলোচনাসভা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণে জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ, প্রাক্তন খেলোয়াড় বনাম বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বনাম দোকান মালিক সমিতি/চেম্বার অব কমার্স। বাদ মাগরিব জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযোদ্ধাভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। শিশুদের জন্য বিনা টিকেটে পুলিশপার্ক ও শিশুস্বর্গ ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সুখি, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজননী ব্যবহার শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Leave a comment