মাথাভাঙ্গা মনিটর: রান প্রসবা বিশ্বকাপ আসরে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এর আগে এবারের আসরেই প্রথম ডাবল সেঞ্চুরি দেখে ক্রিকেটপ্রেমীরা। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ক্রিস গেইল করেছিলেন ২১৫ রান। ইনিংসের শেষ বলে তিনি আউট হন। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ডবল সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। কিন্তু সে রেকর্ড ভেঙে দিয়ে অপরাজিত ২৩৭ রানের ঝলমলে ইনিংস উপহার দেন গাপতিল। তার ইনিংসটি ছিলো ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছক্কায় সাজানো। এ ইনিংসের মাধ্যমে গাপতিল ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখিয়েছেন। এ ইনিংস খেলার পথে তিনি অনেকগুলো বিশ্বরেকর্ড ভেঙেছেন। বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচের সর্বোচ্চ ইনিংসও এটি।
বিশ্বকাপে গাপটিলের বিশ্বরেকর্ড
