ফতুল্লায় আগুনে ব্যবসায়ীর মৃত্যু : কুপিয়ে যুবক খুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপিয়ে ও জবাই করে জালাল হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের আশ্রিতা বাবা-মা, ভাই ও বোন আত্মগোপনে রয়েছে। শনিবার ভোরে পাগলা নয়ামাটি এলাকার পিংকির গলিতে অবস্থিত হামিদ খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। অন্যদিকে ফতুল্লার পিলকুনী এলাকায় শনিবার ভোরে বসত বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে আব্দুল বেপারি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বেপারি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বানারী গ্রামের আমিনুল বেপারির ছেলে। সে ঢাকা বেগম বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

Leave a comment