স্টাফ রিপোর্টার: শারীরিক প্রতিবন্ধী। দু পা অচল। স্বাভাবিকভাবে চলতে পারে না। অথচ বিষপান করেছে। কোথায় পেলো বিষ, কেনই বা বিষপানে আত্মহত্যার অপচেষ্টা? জবাবও রহস্যাবৃত।
চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুরের হারুন-অর রশিদের ছেলে আসমান (২৫) প্রতিবন্ধী। সে নানাবাড়ি সুমিরদিয়া রেলপাড়ায় থেকেই বড় হয়েছে। একই গ্রামে বিয়েও করেছে। হুইল চেয়ারে বসে ভিক্ষাবৃত্তি করে। পিতা ভ্যানচালক। গতরাত ৯টার দিকে প্রতিবন্ধী আসমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। মুখে বিষের গন্ধ। পাকস্থলি থেকে বিষ অপসারণের চিকিৎসা দেয়া হয়। কেন বিষপান? ভাঙা ভাঙা গলায় অস্পষ্টভাবে আসমানের উক্তি, পিতার জমি আমার নামে না দেয়ার কারণে বিষ খেয়েছি। বিষ পেলে কোথায়? নীরব। স্ত্রী দিয়েছে? না।
প্রতিবন্ধী আসমানকে সুমিরদিয়া এলাকার দু যুবক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও তার শয্যাপাশে নিকটজনদের তেমন কাউকে গতরাতে এ রিপোর্ট সংগ্রহের সময় পাওয়া যায়নি।