জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে নববধূকে উত্ত্যক্ত করার অভিযোগে এসএসসি পরীক্ষার্থীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগরে নববধূকে মোবাইলফোনে উত্ত্যক্ত করার অভিযোগে এসএসসি পরীক্ষার্থী রিপন হোসেনকে (১৯) ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার নারায়ণপুর গ্রামবাসী রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পর পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক ইউএনও নূরুল হাফিজ এ রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের রহিদুল ইসলামের মেয়ে রোজিনার (১৮) মহেশপুর উপজেলার কুল্লাপাড়ার আব্দুল হাকিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিপন হোসেনের সাথে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে মেয়ের পিতা সম্প্রতি উপজেলার আলীপুর গ্রামে তাকে বিয়ে দেয়। এ ঘটনার পর রিপন পুনরায় রোজিনার সাথে মোবাইলে সম্পর্ক করার অপচেষ্টা চালায়। তার স্বামী বিষয়টি টের পেয়ে শ্বশুর রহিদুলকে জানান। গতকাল স্থানীয় এলাকাবাসী উত্ত্যক্তকারী রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জীবননগর থানা পুলিশ আটককৃত রিপনকে ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালতের বিচারক তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে আদালত এসএসসি পরীক্ষার্থী রিপনকে জেলহাজতে পরীক্ষা নেয়ার নির্দেশ প্রদান করেন।