জীবননগরের খয়েরহুদায় গাদীখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে গ্রামবাংলার প্রিয় ও ঐতিহ্যবাহী গাদীখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে খয়েরহুদা গ্রামের মণ্ডলপাড়ায় অনুষ্ঠিত গাদীখেলা প্রতিযোগিতায় খয়েরহুদা রিফিউজিপাড়া ২-১ গোলে মণ্ডলপাড়াকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউপি চেয়ারম্যান মো. শরিফ উদ্দীন, সমাজসেবক খায়রুল বাসার শিপলু ও সাংবাদিক আরফান কবির।

Leave a comment