চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সভায় ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

অ্যাড. আলমগীর আবারও সভাপতি অ্যাড. মুকুল সম্পাদক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. আলমগীর হোসেন। ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. এমএম শাহজাহান মুকুল। গতকাল শনিবার চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন সম্পন্ন হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা ২০০৪ সাল থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গোড়া থেকেই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন অ্যাড. আলমগীর হোসেন। এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় আলোচনা শেষে জেলা লোকমোর্চার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে আবু মো. আব্দুল লতিফ অমলকে আহ্বায়ক এবং মোহাম্মদ আলী শাহ মিন্টু, আনোয়ার হোসেন, রাশিদা হাসনু আরা ও অ্যাড. বজলুর রহমানকে সদস্য করে নির্বাচনের জন্য কমিটি গঠন করা হয়। এ কমিটিই নির্বাচন চূড়ান্ত করে। নির্বাচনে অ্যাড. আলমগীর হোসেন সভাপতি, রাশেদ-উল-ইসলাম জোয়ার্দ্দার ও মৌছুফা বেগম সহসভাপতি, কোহিনুর বেগম সহসাধারণ সম্পাদক, জুলিয়াস আহমেদ মিল্টু সাংগঠনিক সম্পাদক, তানজিলা মনোয়ারা মিনি সহসাংগঠনিক সম্পাদক, মনোয়ারা সুলতানা কোষাধ্যক্ষ, আহাদ আলী মোল্লা প্রচার সম্পাদক এবং দিলরুবা খানম খুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ করা হয়। এতে অ্যাড. শাহজাহান মুকুল সর্বোচ্চ ১২ ভোট পেয়ে জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য দু প্রার্থী শাহ আলম সনি ৯ ভোট ও অ্যাড. মানিক আকবর পান ৮ ভোট। জেলা লোকমোর্চার নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- আনোয়ার হোসেন, শাহ আলম সনি, অ্যাড. মানিক আকবর, অ্যাড. বজলুর রহমান, সহিদুল হক বিশ্বাস, পারভীন লায়লা, আবুল কালাম আজাদ, আবু মো. আব্দুল লতিফ অমল, মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাইদুল ইসলাম, এম সবেদ আলী ও মনিরুজ্জামান মনি।

Leave a comment