কালীগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

অস্ত্র ও গুলি উদ্ধার : তিন পুলিশ সদস্য আহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন (৩২) নামে ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় জোড়া হত্যাসহ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ এবং কালীগঞ্জ থানায় ডাকাতি ও চুরির পাঁচটি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত শুক্রবার রাত ২টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের শালিখা নুড়িতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, দু রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা ও কয়েক গাছি দড়ি উদ্ধার করেছে। গোলাগুলিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহত ইকবাল কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গভীর রাতে মল্লিকপুর সড়কে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছিলো। এ সময় পুলিশের একটি টহল দল রাস্তায় ফেলে রাখা গাছ দেখে গাড়ি থামায়। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদল ও পুলিশের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে ৩৫ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ইকবালের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Leave a comment