মাথাভাঙ্গা মনিটর: টরন্টোর জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে ৬০ লাখ ছাড়িয়ে গেছে। স্ট্যাটিসটিকস কানাডার সাম্প্রতিক এক জরিপ রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়। সেই তথ্য মোতাবেক, কানাডার বাণিজ্যিক শহর টরন্টো নগরীর মোট ৬,০৫৫,৭২৪ জন। গত পাঁচ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ৬ দশমিক ৬ ভাগ। ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের মোট জনসংখ্যার চেয়েও বেশি। অন্যদিকে আটলান্টিক প্রভিন্সগুলোর সম্মিলিত জনসংখ্যার চেয়ে দ্বিগুণ জনসংখ্যা রয়েছে টরন্টোতে। স্ট্যাটিসটিকস কানাডার ভবিষ্যত বাণী হলো, যদি টরন্টোতে ইমিগ্রেন্টদের আসা বর্তমানের মতো অব্যাহত থাকে তবে ২০২৬ সালের মধ্যে এর জনসংখ্যা দাঁড়াবে ৭০ ও ২০৩১ সালের মধ্যে ৮০ লাখে। আর যদি ইমিগ্রেন্টদের আসার হার বর্তমানের তুলনায় বৃদ্ধি পায় তবে ২০২৪ সালের মধ্যেই তা ৮০ লাখে পৌঁছাবে। উল্লেখ্য, কানাডা জুড়ে এখন আনুমানিক সোয়া লক্ষাধিক প্রবাসী বাঙালি বসবাস করে। সঠিক পরিসংখ্যা না থাকলেও, এ নগরীতে প্রায় ৭০ থেকে আশি হাজার বাংলাদেশি বাঙালি হবে বলে অনুমেয়।
কানাডায় লক্ষাধিক প্রবাসী বাঙালি
