মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেটের কোনো ফরম্যাটেই আপাতত অবসরের কথা ভাবছেন না ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে থাকতে হতে পারে তাকে। গেইল বলেন, আগামী বছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে খেলবো- এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ইনজুরির কারণে আমি টেস্ট দলের বাইরে থাকতে পারি। কিন্তু কোনো ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি না।
অবসরে যাচ্ছেন না গেইল
