সালাহউদ্দিন বিষয়ে এফবিআইয়ের সহায়তা নেয়া উচিত

 

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তা নেয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে প্রয়োজনে সরকারের এফবিআইয়ের সহায়তা নেয়া উচিত। শুক্রবার দুপুরে গুলশানে সালাহ উদ্দিনের নিজ বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে এসে সাংবাদিকদের কাছে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে ক্ষমতাসীনরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এ সেনাপ্রধান। তিনি বলেন, সরকারের লোকজন বলছে, সালাহ উদ্দিনকে নাকি আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়নি। তিনি নাকি নিজেই লুকিয়ে আছেন। আবার গতকাল রাতে শুনলাম কোথায় নাকি তার লাশ পড়ে আছে। পুলিশ অভিযান চালিয়েছে। এভাবে বিভ্রান্তি ছড়িয়ে রসিকতা করা হচ্ছে।

Leave a comment