মেশিনে গম ঝাড়তে গিয়ে গুঁড়িয়ে গেছে বৃদ্ধর একটি হাত

 

স্টাফ রিপোর্টার: মেশিনে গম ঝাড়তে গিয়ে হতদরিদ্র চাষিক রেজেক আলী মালিতার (৬০) একটি হাত গুঁড়িয়ে গেছে। সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোপালনগর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে নিজ বাড়িতে শ্যালোইঞ্জিনচালিত গম ঝাড়া মেশিনে গম ঝাড়ার সময় বাম হাতটি মেশিনের মধ্যে ঢুকে গেলে গুঁড়িয়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। রক্তক্ষরণের কারণে তার শরীরে রক্ত দিতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। হতদরিদ্র কৃষকের স্ত্রী বলেছেন, ছেলেরা ছেলেদের মতো। সামান্য জমিতে গমের আবাদ করে তা ঝাড়তে গিয়ে ঘটলো দুর্ঘটনা। এখন চিকিৎসা করাবো কীভাবে?

Leave a comment