ব্যবস্থা না নিলে তীব্র পানি সঙ্কটে পড়বে অনেক দেশ : জাতিসংঘ

মাথাভাঙ্গা মনিটর: সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা না হলে বিশ্ব বড় ধরনের পানি সঙ্কটে পড়বে অনেক দেশ। এতে গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলো বিপর্যয়ের মুখে পড়তে পারে। শুক্রবার জাতিসংঘ এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, বর্তমানে পানি অপব্যবহার একটি বড় সমস্যা। এ প্রবণতা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে ৪০ শতাংশ পানি ঘাটতি দেখা দিতে পারে। জাতিসংঘের বার্ষিক পানি উন্নয়ন বিষয়ক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের চাহিদা পূরণে পর্যাপ্ত পানি থাকলেও ব্যবহার, ব্যবস্থাপনা ও ভাগাভাগির ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আসছে না। জাতিসংঘ পানি সংস্থা ও বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রধান মাইকেল জারায়ুদ বলেন, পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পানির পরিমাপ, পর্যবেক্ষণ ও পদক্ষেপের বাস্তবায়ন প্রয়োজন। প্রতিবেদনে আরো বলা হয়, জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি আসন্ন পানি সঙ্কটের ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ। পৃথিবীতে বর্তমানে প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন জনসংখ্যা রয়েছে। পৃথিবীতে প্রতিবছর প্রায় ৮০ মিলিয়ন লোক বৃদ্ধি পাচ্ছে। এ হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা বেড়ে ৯ দশমিক ১ বিলিয়নে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment