ফেনসিডিলসহ হাসান আটক : মামলাসহ থানায় হস্তান্তর

জীবননগর সিংনগরে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। গতরাত সাড়ে ১১টার দিকে জীবননগর সিংনগর গ্রামের হাসানে বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল ও একই গ্রামের শাখাওয়াত হোসেনের বাড়ি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় হাসান আলীকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংসাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও এসআই ইব্রাহিমে নেতৃত্বে একদল পুলিশ জীবননগর সিংনগর গ্রামের আরজুল্লা খার ছেলে হাসান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির খাটের নিচে থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অবস্থা বেগতিক দেখে হাসান পালানো চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এরপরই একই গ্রামের মেহের আলীর ছেলে শাখাওয়াত হোসেন পলাশের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে থেকে ১২০ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশ পালিয়ে যায়। গতরাতেই পলাশকে পলাতক রেখে হাসানকে মামলাসহ জীবননগর থানা হস্তান্তর করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হতে পারে।