দর্শনায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করলো হরিজন সম্প্রদায়

 

দর্শনা অফিস: ‘মর্যাদা প্রতিষ্ঠায় চাই, বৈষম্য বিলোপ আইন’ এ স্লোগানকে সামনে নিয়ে দর্শনায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করেছেন হরিজন সম্প্রদায়ের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা আমতলা হরিজন কলোনি থেকে একটি ৱ্যালি বের করা হয়। পরে কলোনিতে অনুষ্ঠিত সমাবেশে হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, জন্মগতভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন এবং পূর্ণ মানবধিকার ও সমমর্যাদার অধিকারী। বাংলাদেশের সংবিধানে সমতা, সমান সুযোগ ও বৈষম্য বিরোধী বিধান লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু বাস্তবে এ দেশে বসবাসরত এক বিশাল জনগোষ্ঠী হরিজন সম্প্রদায় দলিত হচ্ছে। আমাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।