খবর:(এতো বাজে আম্পায়ারিং জীবনে দেখিনি)
খেলার মাঠে মোড়ল হাঁটে
নানান রকম ফন্দি আঁটে
বগোল বাজায় টেরা চোখে
রেখে মোটা ঘুষের খাত;
পক্ষপাত পক্ষপাত।
চোখে চোখে কথার পোকে
ইশারা হয় ওকে ওকে
কী নোংরামি খেলা নিয়ে
ওরা কি সব লোকের জাত;
পক্ষপাত পক্ষপাত।
কিসের ঠেলা ক্রিকেট খেলা
উল্টে দিলো বিশ্ব চেলা
কী দুর্দশা কী দুর্দশা
বাংলাদেশের মাথায় হাত,
পক্ষপাত পক্ষপাত!
-আহাদ আলী মোল্লা