স্টাফ রিপোর্টার: অসামাজিক কার্যকলাপের সময় চুয়াডাঙ্গা বাগানপাড়ার হাসি খাতুন ও আলুকদিয়ার মতিয়ার রহমানকে পুলিশে দিয়েছে জনগণ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়া থেকে তাদেরকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া জসিম উদ্দিনের স্ত্রী হাসি খাতুন অরফে হাসু (৩০) ও আলুকদিয়া গ্রামের দাউদ হোসেনের ছেলে মতিয়ার রহমান (৩৫) গতরাতে চুয়াডাঙ্গা ছাগলফার্মের নিকট অনৈতিক কাজে লিপ্ত হয়। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। উত্তমমধ্যম দিয়ে খবর দেয়া হয় পুলিশে। সদর থানা পুলিশের এসআই আব্দুল হাকিম ঘটনাস্থল থেকে অভিযুক্ত হাসি ও মতিয়ারকে আটক করে থানায় নেন।