চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় কপোত-কপোতী আটক : যুবকের লাপাত্তা

 

আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলুকদিয়া আকন্দবাড়িয়া গ্রামে এক সন্তানের জননী প্রতিবেশী যুবকের সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া আকন্দবাড়িয়া খালপাড়ার বালিব্যবসায়ী সুজনের স্ত্রী এক সন্তানের জননী মেরিনা (২০) ও প্রতিবেশী মিনার ছেলে মিয়া (২২) গতকাল দুপুরে মেরিনার স্বামী সুজন বাড়িতে না থাকার সুযোগে মেরিনার কাছে যায়। এ সময় সুজন বাড়িতে চলে এসে দুজনকে নিজেদের ঘরেই ধরে ফেলে। অবস্থা বেগতিক দেখে মিয়া মেরিনার স্বামী সুজনের বুকে লাথি মেরে পালিয়ে যায়। মেরিনা মেহেরপুরের চানপুর গ্রামের মঞ্জুর আলীর মেয়ে।

Leave a comment