স্টাফ রিপোর্টার: প্রার্থী চূড়ান্ত করতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানেই দলীয়ভাবে আ.জ.ম নাসিরকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলির প্রেসিডিয়াম সদস্য গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আ.জ.ম নাসিরকে সর্বসম্মতভাবে মেয়র প্রার্থী করা হয়েছে। সবাইকে একসাথে তার হয়ে কাজ করতে বলেছেন নেত্রী।