গাংনীতে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: জাহিদুল ইসলাম (২৩) নামের এক মাদকব্যবসায়ীকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির ফরজ আলীর ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল রামনগর গ্রামে অভিযান চালায়। এ সময় বেচাকেনার সময় গাঁজাসাহ জাহিদুলকে গ্রেফতার করে। তার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment