সীতাকুণ্ডে ঘুষের টাকা ফেরত দিলো পুলিশ!

স্টাফ রিপোর্টার: সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের এক নেতার দু ভাইকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আদায় করা দেড় লাখ টাকা পরদিন রাতে ফেরত দিয়েছে এসআই মিজান। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাটি জেনে যাওয়ায় টাকাটি ফেরত দেয়া হয় বলে জানা গেছে। টাকা ফেরত পাওয়ার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। তবে অভিযুক্ত মিজান আটক দুজনকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করলেও টাকা ফেরতের বিষয়টি অস্বীকার করেন। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মোরছালিনকে গ্রেফতারে কয়েকদিন আগে সীতাকুণ্ড মডেল থানার একদল পুলিশ উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। এ সময় মোরছালিন বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে পুলিশ বড় ভাই মোহাম্মদ তসলিম উদ্দিন ও ছোট ভাই নওশেরকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে এসআই মিজান ও এএসআই কামাল আটক দুজনের কাছে মোরছালিন কোথায় আছে জানতে নির্যাতন চালায়। যদি মোরছালিনকে পাওয়া যায় তাকে ক্রসফায়ারে দেয়া হবে বলে হুমকি দেয় তারা। পরে তসলিম ও নওশেরকে মুক্তি দিতে হলে তিন লাখ টাকা লাগবে বলে তাদের অপর ভাই কাউছারকে জানানো হয়। শেষে অনেক দর কষাকষি করে দেড় লাখ টাকায় রফা হলে সোমবার রাতে এসআই মিজান কাউছারের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়।