মেহেরপুর শোলমারী গ্রামের ১১০টি পরিবারে পল্লী বিদ্যুত সংযোগ প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ভারত সীমান্তবর্তী শোলমারী গ্রামের ১১০টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন।
কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মানবেন্দ্র লাল মাজাফি, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির পরিচালক আল আমিন হোসেন। বক্তব্য রাখেন শোলমারী গ্রাম আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার প্রমুখ।

Leave a comment