মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি হওয়ায় এমপি ফরহাদ হোসেনকে সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মেহেরপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ফুল দিযে তাকে সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের মেহেরপুর শহরস্থ বাসভবন চত্বরে শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক নেতা ফিরাতুল ইসলাম, আবু লায়েছ লাবলু, মহাদ্দেস আলী, সহিদুল ইসলাম, একরামুল হক প্রমুখ।

Leave a comment