স্টাফ রিপোর্টার: অনেকটা অসহায় হয়ে তাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল। তিনি বাংলাদেশের সেরা ক্রিকেট মস্তিষ্ক, তিনি দলের সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু এবার তার মূল মিশন ছিলো মূলত দল গুছিয়ে দেয়া। হারতে থাকা দলটাকে একটু অনুপ্রাণিত করা। মাশরাফি বিন মুর্তজা সেই চাওয়ার চেয়েও বেশি কিছু দিলেন ২০১৫ বিশ্বকাপে। মাশরাফি সংবাদ সম্মেলনে বললেন, এই বিশ্বকাপ নিয়ে দলের ও সমর্থকদের গর্বই করা উচিত। বাজে আম্পায়ারিং এর ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আর মাঠে যা ঘটেছে আপনারা সবাই তা দেখেছেন। এটা না হলে ম্যাচের রেজাল্ট অন্যরকমও হতে পারতো।
রোহিতকে তো আপনারা আউট করেছিলেন। আউটটা পেলেন না। আপনার কী মনে হয়, বাইরের কোনো প্রভাব ছিলো?। আমার মনে হয় না এই সব প্রশ্নের উত্তর এখানে দেয়া ঠিক হবে। মাঠে যেটাই ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন। আমার আসলে আলাদা করে এখানে কিছু বলার নেই। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি। আমাদের আসলে ঐই সময় একটা উইকেট খুব দরকার ছিল। ওদের আমরা ভালো চাপেই রেখেছিলাম। একটা উইকেট আমাদের খুব দরকার ছিলো এবং উইকেটটা পেয়েছিলামও। কিন্তু অপ্রত্যাশিত হলেও সত্য সেটা নো বল দেয়া হয়েছে। বাদ বাকি যে প্রশ্ন আমার মনে হয় না এখানে আমাদের সেটার উত্তর দেয়া উচিত।