ভিমরুল্লার হতদরিদ্র পরিবারের তিন নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লার হতদরিদ্র পরিবারের তিন নারীসহ ৪ জনকে মারপিট করা হয়েছে। গতরাতে গ্রামেরই মোতালেবের ছেলে হিরকসহ তার লোকজন মারধর করে। ঘটনা শুনে স্থানীয় সচেতনমহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পুলিশি পদক্ষেপের আহ্বান জানিয়েছে। খবর পেয়ে রাতেই সদর থানার এসআই বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, হিরক মাঝে মাঝেই রাতে হতদরিদ্র দুখু মিয়ার বাড়িতে প্রবেশ করে। উত্ত্যক্ত করে। ঘরের চালের খড় টেনে নষ্ট করে। গতকাল সন্ধ্যার পর হিরক ওই বাড়িতে ঢুকলে প্রতিবাদ করে দুঃখু মিয়া। এক পর্যায়ে দুঃখু মিয়ার বুকে আঘাত করে হিরক। পরিবারের সদস্যরা হিরককেও ধাক্কা দেয়। পরে হিরক তার নিকটজনদের ডেকে নিয়ে হামলা চালায়। এ সময় আহত হয় দুঃখু মিয়া, তার স্ত্রী আরজিনা, দুঃখু মিয়ার ভাইয়ের স্ত্রী লাভলী ও তার মেয়ে রত্না খাতুন। প্রতিবেশীরা ছুটে গেলে হামলাকারীরা সরে পড়ে। এ বিষয়ে থানায় লিখিতভাবে নালিশ করা হয়েছে।