ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের সাথে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রশাসকদের বৈঠকে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় কাল থেকে ফের আন্দোলনে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাত সাড়ে আটটার দিকে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, ক্যাম্পাস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছে। ক্যাম্পাস সচল করতে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করবো বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। তবে কবে থেকে ক্লাস পরীক্ষা চালু হবে এ বিষয়ে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু হতে এখনও সপ্তা সময় লাগতে পারে। এ সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক ও ছাত্র সংগঠন, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক করবে। এসব বৈঠকে সকলের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে অতিদ্রুত ক্যাম্পাস সচল করে দিয়ে ক্লাস পরীক্ষা নেয়া হবে।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইনশৃঙ্খলারক্ষা সংক্রান্ত ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয় আলোচনা হয়েছে। দু জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার জন্য বলেছেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেই ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বুধবার রাতের বৈঠকে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় ফের আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী শাহাদাত হোসেন নিশান বলেন, শনিবারের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা শনিবার থেকে আবার আন্দোলনে যাবো। আন্দোলনের ধরন কি হবে জানতে চাইলে তিনি বলেন, ওইদিন (শনিবার) ক্যাম্পাসে একত্রিত হয়ে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আন্দোলনের ধরন ঠিক করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার সকালে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় দু জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত এমন আশ্বাসে শিক্ষার্থীরা শনিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
বৈঠকে ক্লাস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ফের আন্দোলনে যাচ্ছেন ইবির শিক্ষার্থীরা
