ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, পরিধেয় কাপড়-চোপড় পুড়ে যায়। গতকাল বৃহস্পতি বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর পশ্চিমপাড়ার নেপাল মণ্ডলের ছেলে তক্কেল আলীর বসতঘরের পেছনে সারগর্তের আবর্জনার ওপর চুলার ছাই ফেলা হয়। এতে আবর্জনায় আগুন ধরে ঘরের চালে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ঘরের ভেতরে থাকা নগদ ২০ হাজার টাকা, আসবাবপত্র, পরিধেয় কাপড়-চোপড় ও ঘরের টিন পুড়ে ভস্মীভূত হয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এ পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।