স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার প্রথম ওয়াইফাই জোনের স্বীকৃতি পেতে যাচ্ছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে তথ্যপ্রযুক্তির মহাসড়কে প্রবেশ করছে সংবাদিকদের প্রাণের এ প্রতিষ্ঠান।
চুয়াডাঙ্গার প্রথম বেসরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নীলিমা ব্রডব্যান্ডের সহযোগিতায় দ্রুতগতির এ ইন্টারনেট সেবা চালু নিয়ে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন উদ্বোধন করবেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন ক্লাবের ওয়াইফাই উদ্বোধন অনুষ্ঠানে সকল সাংবাদিকসহ প্রেসক্লাব সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।