গাংনীর পল্লিতে প্রতিপক্ষের হামলায় দুজন আহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বাওট গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- ওই গ্রামের জুলমত আলীর ছেলে জিয়ারুল (৩২) ও মুনছার আলীর স্ত্রী হোসনেয়ারা (৫২)। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে প্রকাশ, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ নুরালের সাথে জমি জায়গা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মেহেরপুর আদালতে একটি মামলা বিচারাধীন। গতকাল সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরালের ছেলে জিয়া, জিয়ারুল ও হামিদের ছেলে আশিক অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

Leave a comment