গাংনীতে র‌্যাবের অভিযানে জালটাকাসহ একজন আটক

গাংনী প্রতিনিধি: রঙ্গিলা খাতুন (২৮) নামের এক নারীকে জালটাকাসহ আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৫৪০ টাকার জাল নোট। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে গাংনীর মোহাম্মদপুর পূর্ব পাড়ার কামাল হোসেনের স্ত্রী। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হলে পুলিশ মেহেরপুর আদালতে প্রেরণ করে।
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা যায়, রঙ্গিলা ও তার স্বামী দুজনই জাল টাকার ব্যবসা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি উৎপল রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় কামাল হোসেন পালিয়ে গেলেও ধরা পড়ে স্ত্রী রঙ্গিলা। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৫৪০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

Leave a comment